খােলা বাজার২৪।। শনিবার ,০৫ আগস্ট, ২০১৭: গত শুক্রবার ০৪/০৮/২০১৭ ইং ৩ ঘটিকা ঢাকা নয়াপল্টন ইসলামিক ব্যাংক হাসপাতালের ১১ তলায় হল রুম এ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (সাবেক সংসদ সদস্য) নাংঙ্গলকোট এর সর্বস্তরের জনগনের ও মাটি মানুষয়ের নেতা, আধুনিক নাঙ্গলকোটের রুপকার জননেতা জনাব আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন জনাব নজির আহম্মেদ ভুঁইয়া (বিশিষ্ট রাজনীতিবিদ), জনাব আঃ মমিন সবুজ (কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সাবেক সদস্য), জনাব শাহআলম চৌধুরী (সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটি ও ভিপি তিতুমীর কলেজ ঢাকা), জনাব শোয়েব খন্দকার (সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল), জনাব আবু সায়েম আজাদ (বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক ও নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ আহবায়ক), জনাব সাহাব উদ্দীন ফারুক (সাবেক সহ-যুগ্নসম্পাদক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল), জনাব সায়েম মজুমদার শিপু (সাবেক সভাপতি জাসাদ নাঙ্গলকোট থানা), জনাব কলিম উল্যা (যুবদল সাধারন সম্পাদক নাঙ্গলকোট উপজেলা ও সাবেক চেয়ারম্যান), জনাব জহিরুল ইসলাম মাসুম, (ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জনাব সেলিম জাহাংঙ্গীর (মন্টু) (ছাত্রনেতা নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল), জনাব আরফান উদ্দিন আরফান (ফেনী সরকারী আলিয়া মাদ্রাসা সাধারন সম্পাদক ও সাতবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল), জনাব মোসালে উদ্দিন সুমন (সহ-সভাপতি তিতুমীর কলেজ ছাত্রদল), জনাব নুর আলম ভুঁইয়া ইমন (সাবেক সাধারন সম্পাদক ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল), জনাব নুর আলম (যুবনেতা পেড়িয়া ইউনিয়ন) জনাব মাস্টার মোহাম্মদ উল্লাহ (উপদেষ্টা জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ) আরও উপস্থিত থাকেন নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদয়ের নেতৃ বৃন্দুগন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদেও যুগ্ন-আহবায়ক ফয়েজ আহম্মেদ ফয়েজ (সাবেক সংগঠানিক সম্পাদক পেড়িয়া ইউনিয়ন ছাত্রদল),
সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মানিক আহবায়ক জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ,
অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আমিরুল ইসলাম মিন্টু,
পরে নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটি ভেংঙ্গে যুব ঐক্য পরিষদ এর সদস্যদের দ্বারা ভোটের মাধ্যমে সভাপতি র্নিবাচিত হন নাঙ্গলকোট পৌরসভার (সাবেক ছাত্রনেতা) জনাব আমিরুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক র্নিবাচিত হন জনাব ফয়েজ আহম্মেদ ফয়েজ, ও সাংগঠনিক র্নিবাচিত হন জনাব জসিম উদ্দিন।