খােলা বাজার২৪।।সোমবার ,০৭ আগস্ট, ২০১৭: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাবে ঘোষিত সদস্য সংগ্রহ নবায়ন কর্মসুচি পিরোজপুর জেলায় সক্রিয় ভাবে পালন করছে, এরই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে দেওয়া র্টাগেট এর চেয়েও পিরোজপুর জেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনেক বেশি হয়েছে বলে জানা গেছে।
পিরোজপুর জেলার নাজিবপুর উপজেলায় বিএনপির ঘাটি বলে খ্যাত, এই উপজেলায় বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খাঁন ও সাধারন সম্পাদক এডঃ রেজাউল করিম লিটন এর দক্ষ সাংগঠনিক কর্মকান্ডের কারনে এই উপজেলার বিএনপির সাধারন নেতা কর্মীরা সক্রিয় ভাবে তাদের বিএনপির সাধারন সদস্য পদ নবায়ন করেন।
এই উপজেলায় জেলা থেকে দেওয়া সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। যার কারণে নাজিরপুর উপজেলার প্রয়োজন হয় আরো সদস্য ফরম।
আজ নাজিরপুর উপজেলার সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব এডঃ রহুল কবির রিজভীর কাছ থেকে নতুন করে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম সংগ্রহ করেন। এই সময় বিএনপির কেন্দ্র ও নাজিরপুর উপজেলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিল।