খােলা বাজার২৪।। বুধবার ,০৯ আগস্ট, ২০১৭: বেলাবতে দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত শিক্ষক উপজেলার নারায়নপুর ইউনিয়নের গণিতের শিক্ষক জাকির হোসেন। গত রোববার ছাত্রীর মা কামরুন্নাহার বাদী হয়ে উক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।
নির্যাতিত ছাত্রীর মায়ের সাথে কথা হলে তিনি বলেন, গত বৃহস্পতিবার ঐ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেনের নিকট প্রাইভেট চলাকালীন সময়ে ঐ ছাত্রীকে যৌন হয়রানি করেন শিক্ষক জাকির হোসেন।
বিষয়টি ছাত্রীর মাকে জানালে প্রথমে তিনি বিদ্যালয় কতৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে থানায় মামলা করেন। এর আগে গত রোববার ঐ শিক্ষকের ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত কিছু ছেলে ক্লাসে ঢুকে এ ঘটনার সূত্র ধরে শিক্ষককে গালাগাল করে বলে অভিযোগ করেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কতৃপক্ষকে না জানিয়ে ক্লাসে ঢুকে শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে অধিকাংশ মেয়ে শিক্ষার্থীরা বহিরাগতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে।
শিক্ষক মো: জাকির হোসেন বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা। আমাকে বিদ্যালয় থেকে বিতারিত করার একটি ফাদ মাত্র। একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিচারের দাবী জানাচ্ছি।
প্রধান শিক্ষক আ. রহমান বলেন, শুনেছি মামলা হয়েছে। আমরা অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ সহ তিন দিনের ছুটি প্রদান করেছি।