Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20793360_648487508682739_1726170836_nখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭: আজ ১০ আগস্ট  ২০১৬ সালের এইদিনে  আলহাজ মোঃ শামসুল হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন। বাংলা দৈনিক খোলা বাজার ও খোলা বাজার ২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টালের  প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিমের বাবা আলহাজ মোঃ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের নিজ বাড়িতে স্মরণ সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয় এবং  আগামীকাল  শুক্রবার  প্রতিটি মসজিদে মসজিদে দোয়া ও  মিলাদ মাহাফিলের আয়োজন করা হয়েছে ।

দোয়া অনুষ্ঠানে মরহুমের পুত্র সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম কলিম সকল আত্মীয়-স্বজন ও শুভাকাংখীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আলহাজ মোঃ শামসুল হক দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। আজ  মৃত্যুবার্ষিকীতে আগত স্থানীয় সকল আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরা  উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনার করে  বিশেষভাবে দোয়া করেন আমিন।