খােলা বাজার২৪।। শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭: (জামাল উদ্দিন স্বপন ) নাঙ্গলকোট উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার সাইদুল আরীফ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, নাঙ্গলকোটের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষক সমিতি নাঙ্গলকোট শাখার সভাপতি ও নাঙ্গলকোট চৌকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহম্মদ ভূঁইয়া কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষিকা বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম এবং সদস্যসচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ও শিক্ষক নির্বাচিত করেন।