
খােলা বাজার২৪।। শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭: আর্থিক শর্ত না মানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বাদ পড়ছে বরিশাল বুলস। আর বরিশাল বাদ পড়ায় আইকন থাকছেন না দলটির হয়ে খেলার কথা থাকা পেসার মোস্তাফিজুর রহমান।
কিছুদিন আগে বুলসদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন দলটির অন্যতম মালিক এবং বিসিবির পরিচালক এম এ আউয়াল। এবার আর্থিক শর্ত না মানায় দলটিকে বিপিএল থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে বরিশালকে বাদ দেওয়ার। কারণ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিতে ব্যর্থ হয়েছে তারা।’
বরিশালের বাদ হওয়ার খবরে পঞ্চম আসর থেকে একটি দল কমে গেল। আট দলের জায়গায় গত আসরের মত সাত দল নিয়ে হবে আগামী বিপিএল। একটি দল না থাকায় তাই একজন আইকনও থাকছেন না। এবার আইকন তালিকায় নতুন যুক্ত হয়েছিল মোস্তাফিজুর রহমানের নাম।
তাহলে মোস্তফিজের কি হবে? প্লেয়ার ড্রাফটের মাধ্যমে ফিজকে অন্য দলে খেলোনোর পরিকল্পনা করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক, ‘মোস্তাফিজ আইকন থাকছে না। তাকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে।’