Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Pirojpur Photo BNP

খােলা বাজার২৪।। শনিবার,১২ আগস্ট, ২০১৭: পিরোজপুর প্রতিনিধি , আজ পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে পুলিশের তালা।  এ কারণে শনিবার দলটির নির্ধারিত সদস্য সংগ্রহ ও দলীয় প্রধানের রোগমুক্তির দোয়া কর্মসূচি পণ্ড।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, তাদের জেলা কার্যালয়ে শনিবার পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু এবং বিকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া অনুষ্ঠান ছিল।

“কিন্তু সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জেলার বেশকিছু নেতৃবৃন্দ যখন জেলা বিএনপি অফিসে প্রবেশের চালায় , তখন পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং অফিসের পিয়ন দিয়ে অফিসের মূল গেটে তালা দেয়।

পুলিশ আমাদের জানায় আজ বিএনপি অফিসে কোনো প্রকার অনুষ্ঠান করা যাবে না। এসমায় পুলিশের  সঙ্গে দলেরনেতাকর্মীদের কথার কাটা কাটিহয় এবং এক পর্যায় পুলিশের সাথে  নেতাকর্মীদের হাতাহাতি হয়। তবে এ ঘটনায় কেউ অহত হয়নি।

এসমায় জেলা বিএনপির  সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, মির্জা জহুরুল হক, ছরোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাদির খান রাজু, জেলা যুবদলের কো-কনভেনর মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদল নেতা তানজীদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশের এসআই মাহবুব হোসেনসহ কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি।