Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Pic 12-08-17 (1)খােলা বাজার২৪।। শনিবার,১২ আগস্ট, ২০১৭: মুন সিনেমা হল নিয়ে মামলার রায় এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে প্রদত্ত রায়ের মাধ্যমেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছেন বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিকারীর মুখে আর যাই হোক নীতিবাক্য মানায় না।

তিনি বলেন, দেশের বর্তমান গণতন্ত্রহীন অবস্থার জন্য খায়রুল হকই দায়ি। তত্ত¡াবধায়ক সরকার নিয়ে তার প্রদত্ত রায়ের কারণেই আজ দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে। আর এর সুযোগে ভোটারবিহীন সরকার জনগনের কাঁধে চেপে বসেছে। এই দায় থেকে বিচারপতি খায়রুল হক কখনো মুক্তি পাবে না।

শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে প্রাজ্ঞ রাজনীতিক ও সাংবাদিক জননেতা আনোয়ার জাহিদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, বাংলাদেশ যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।

গোলাম মোস্তফা ভুইয়া মরহুম আনোয়ার জাহিদের প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর মত মেধাবী, বিচক্ষন ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতার প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করছে।

তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের দেয়া প্রতিক্রিয়ার কঠোর সমালোচনা করে বলেছেন, আইন কমিশনের আসনে বসে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে, মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমত আদালত অবমাননার সামিল।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিচারপতি খায়রুল হক তাঁর সময় যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্থ করেছে তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার আমলে বাতিল সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে আজ দেশে যে সাংবিধানিক, রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা দেশের গণতন্ত্রকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে। তার রায়ের পরেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশিলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে।