Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার,১২ আগস্ট, ২০১৭: 20793218_1633845309968627_314966803_nআগামীকাল ১৩ আগষ্ট, ২০১৭ স্বাধীন বাংলাদশেরে স্বপ্নদ্রষ্টা মজলুম জননতো মওলানা ভাসানীর অনুসারী, জাতীয় নেতা মশউির রহমান যাদু মিয়ার ঘনিষ্ঠ সহর্কমী-সহযোদ্ধা, বরণ্যে রাজনীতিক, সাংবাদিক, এনডপি’ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা আনোয়ার জাহিদের ৯ম মৃত্যুবার্ষিকী।

দেশবরণ্যে এই নেতা ছাত্রজীবনে নিখলি র্পূবপাকিস্তান ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ছাত্রলীগের ঝিনাইদহ মহকুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৫২ ভাষা আন্দোলনে ঝিনাইদহে ছাত্রআন্দোলন গড়ে তুলতে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করনে। ৫৪ সালে পাকিস্থান ছাত্র ইউনয়িনে যোগদান করেন।

৫৬ সালে রাজশাহী সরকারী কলেজের ভিপি নির্বাচিত হন। ৫৭ সালে র্পূবপাকিস্তান যুবলীগের সেক্রেটারী নির্বাচিত হন। ৬১ সালে রাজবন্দী হিসিবে গ্রেফতার হন। ৬২ সালে ছাত্ররাজনীতি থেকে বিদায় নেন এবং সাংবাদিকতা জীবনে প্রবেশ করেন। প্রখ্যাত আইনজীবী কামরুন নাহার লাইলীর সাথে রাজবন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এই মহান নেতার বিবাহ র্কায্য সম্পাদন করা হয়। কারণ বিবাহের দিন তারিখ ঠিক হলেও তাকে জামিন দেওয়া হয়নি।

৬৫ সালে তিনি জাতীয় রাজনীতিতে প্রবশে করেন। একই সালে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ৬৮ সালে ন্যাপ‘র যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ৬৯ এর গণআন্দোলনে গরুত্বর্পূণ ভূমিকা পালন করনে। ৭৮ সালে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন ও জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। ১৯৮৬ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারের তথ্যমন্ত্রী, শ্রম ও র্কমসংস্থান, ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে ১০ সেপ্টেম্বর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি চেয়োরপারসনের তথ্য উপদষ্টোর দায়িত্ব পালন করেন। ৭ দলীয় এবং ৪ দলীয় জোট গঠনে গুরুত্বর্পূণ রূপকারের ভূমিকা পালন করেন। সাংবাদিক হিসেবেও আনোয়ার জাহিদ অত্যন্ত জনপ্রিয়তা র্অজন করেন।

১৯ বছর বয়সে দৈনিক ইত্তেহাদের সহকারী সম্পাদক, ৫৮ সালে অর্ধ সাপ্তাহিক ধূমকেতুর সহকারী সম্পাদক, ৫৯ সালে দৈনিক সংবাদের সহকারী সম্পাদক, ৬০ সালে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক, ৬৩ সালে ইংরেজী সাপ্তাহিক হলিউডের উপ-সম্পাদক, ৭০ সালে সাপ্তাহিক গণবাংলার নির্বাহী সম্পাদক, ৭২ সালে ইংরেজী ডেইলী পিপলস-এর বার্তা সম্পাদক হিসাবে বাংলাদেশ টাইমস’র গুরুত্বর্পূণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ইনকিলাব টেলিভিশন (আইটিভি)- প্রধান নির্বাহী ও দৈনিক ইনকিলাবের উপদেষ্টা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সাংবাদিক জীবনে আনোয়ার জাহিদ শুধু সাংবাদিকতাই করেননি সাংবাদিকদের নেতৃত্বও দিয়েছেন। ৬২, ৬৩, ৬৪ সালে ঢাকা সাংবাদিকি ইউনয়িন (ডিইউজে)-এর সাধারন সম্পাদক, ৬৫, ৬৬ সালে সহ-সভাপতি ও ৭৮, ৮৩ সালে সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদ ঝিনাইদহ শহরের দাড়িয়া গোবিন্দপুর গ্রামে ১৯৩৫ সালে ১২ জুন জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেন ঝিনাইদহ উচ্চ ইংরেজী বিদ্যালয়, দৌলতপুর বিএল কলেজ, রাজশাহী সরকারী কলেজে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ ভর্তি হন। কিন্তু জেলে বন্দি থাকার কারণে এম. এ পরীক্ষা দিতে পারেননি। জননেতা আনোয়ার জাহিদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মীরপুর বুদ্ধীজীবী কবরস্থানে তাঁর কবরে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি, জননেতা আনোয়ার জাহিদ স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করবেন।

মরহুমের কর্মময় জীবন নিয়ে ১৮ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট শনিবার ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এনডিপির প্রতিষ্ঠাতা জনপ্রিয় নেতা আনোয়ার জাহিদের ৯ম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে এনডিপির সকল জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ সবাইকে পালন করার আহ্বান জানান।