খােলা বাজার২৪।। শনিবার,১২ আগস্ট, ২০১৭: আগামীবাল গুইানগ্যাম্পের বিপক্ষে ম্যাচ দিয়েই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে অভিষেক হতে যাচ্ছে বহুপ্রতিক্ষিত ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের।
শুক্রবার নেইমারের দলবদল সংক্রান্ত সব নথিপত্র পেয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ফ্রেঞ্চ লীগ (এলএফপি)। ইতোমধ্যে নেইমারের দলবদল বাবদ ২২২ মিলিয়ন ইউরোর চেক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। যার বিপরীতে ক্লাবটি নেইমারের ছাড়পত্রও ইস্যু করেছে।
এলএফপি জানিয়েছে, ‘বিকেলে তারা নেইমারের নথিপত্র যাচাই বাছাই করেছে। তিনি রোববার খেলায় অংশ নিতে পারবেন।’
দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় গত সপ্তাহে লীগ ওয়ানের ম্যাচে পিএসজি’র হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। এমিয়েনস এর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটি পিএসজি’র স্ট্যান্ডে বসেই প্রত্যক্ষ করেছেন নেইমার।
অবশ্য ব্রিটনিতে অনুষ্ঠিতব্য ম্যাচে নেইমার খেলতে পারবেন বলে আগেই মন্তব্য করেছিলেন এফএফএফ’র সভাপতি নোয়েল লে গ্রেত। তিনি ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক ল’ ইকুইপকে বলেন, ‘নেইমারের খেলা আটকে রাখার কোন কারণ দেখছি না।’