খােলা বাজার২৪।। রবিবার,১৩ আগস্ট, ২০১৭: কামারখন্দ উপজেলা প্রকৌশলী তারেক হোসেন খোলাবাজার ২৪ ডট কম নিউজকে জানান, সিরাজগঞ্জ-২ (সদর – কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় এলজিইডি কামারখন্দ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একক প্রকল্পটি ২২.৫৫ কোটি টাকা ব্যয়ে ২২টি স্কীমের ৩৫.০০ কিঃমিঃ রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে।
তন্মধ্যে উল্লেখ্যযোগ্য ৩.৬১ কোটি টাকা ব্যয়ে জামতৈল জিসি (উপজেলা হেড কোয়াটার) – ভদ্রঘাট জিসি ভায়া নান্দিনা কামালিয়া এবং চৈরগাতী ভিলেজ সড়ক উন্নয়ন( চেইনেজ ৭৬৪১মিঃ – ১২৪৫২ মিঃ )= ৪৮১১মিঃ উপজেলা সড়কের কাজটি চলমান। বর্তমান কাজটি অগ্রগতি ২০% কাজটি বাস্তবায়িত হলে জামতৈল, ঝাঐল ও ভদ্রঘাট ইউনিয়নের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী হবে।
ফলে কামারখন্দ উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে তথা বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।