খােলা বাজার২৪।। শনিবার, ১৯ আগস্ট, ২০১৭: ভারতীয় গরু আমদানি বন্ধের দাবী জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব রবিউল আলম এই দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশে কোরবানির যোগ্য প্রায় সোয়া কোটি পশু রয়েছে। কিন্তু যেভাবে সীমান্ত অতিক্রম করে গরু আসছে। এতে আমাদের দেশীয় গরু ব্যবসায়ীরা মার খাবে। ’
রবিউল আলম আরো বলেন, ভারত থেকে মাংস আসলে প্রথমে কম দামে পাওয়া যাবে, কিন্তু পরে বর্তমান পেঁয়াজের মতো হবে অবস্থা। তাদের হাতে সব চাবিকাঠি থাকবে তখন। দেশীয় গরু ঠিকমত লালন পালন করলে দুই থেকে আড়াইশ’ টাকা কেজি দামে গরুর মাংস খাওয়া যাবে বলেও মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে পশুর অপ্রচলিত পণ্য রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঢাকা জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি নবী হোসেন, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।