খােলা বাজার২৪।। শনিবার, ১৯ আগস্ট, ২০১৭: ১৯ আগস্ট ২০১৭ (শনিবার), সাউথইস্ট ব্যাংক লিমিটেড চট্রগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনে স্পন্সর হিসাবে সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছে।
সাউথইষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন; চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শ্যুটিং ক্লাব এর সভাপতি মো: ইকবাল বাহার, বিপিএম, পিপিএম এর নিকট বিভিন্ন প্রতিযোগিতা স্পন্সর করার জন্য ১৫ লক্ষ টাকার (পনের লক্ষ) চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্যুটিং ক্লাব এর সদস্যবৃন্দ ও সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাউথইষ্ট ব্যাংকের স্পন্সরকৃত অর্থ চট্রগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন প্রতিযোগিতা কার্যক্রমে ব্যবহার করা হবে। এই স্পন্সর চট্রগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব তথা দেশের শ্যুটিং স্পোর্টসকে আরো এগিয়ে নিতে সহয়তা করবে।