খােলা বাজার২৪।। শনিবার, ১৯ আগস্ট, ২০১৭: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বারান্দায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত চলা তিনদিনব্যাপী এ প্রদর্শনীর শুক্রবার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।
সাইফুর রহমান সোহাগ বলেন, ১৫ আগস্টে বাংলার ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল তা মানুষের সামনে তুলে ধরতেই এ প্রদর্শনী। বঙ্গবন্ধু ও তার পরিবারের দুর্লভ কিছু আলোকচিত্র দিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে।
জাকির হোসাইন বলেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে অবগত করতেই এ প্রদর্শনীর আয়োজন। আমরা যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখিনি তাদের কাছে এ আলোকচিত্রগুলো অত্যন্ত মূল্যবান।