Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

atok-001খােলা বাজার২৪।। রবিবার, ২০ আগস্ট, ২০১৭: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের এক নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজারবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে ওইদিন রাত সাড়ে ৮টায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী পুলিশ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা। তিনি বলেন, মামলার এজাহারে কনস্টেবল আরিফুলের বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করার কথা উল্লেখ করা হয়েছে।

ওসি আরো বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতেই ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।