Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Untitledখােলা বাজার২৪।। রবিবার, ২০ আগস্ট, ২০১৭: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানই হোক বা সদ্য মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ বাস্তব পরিস্থিতি যে বিশেষ একটা বদলায়নি তা যেন ফের সামনে আনল টুইঙ্কেল খান্নার একটি পোস্ট।

শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে জুহু বিচে এক ব্যক্তিকে প্রকাশ্যে টয়লেট করতে দেখেন টুইঙ্কেল।

সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘গুড মর্নিং। আমার মনে হয় এটাই টয়লেট এক প্রেম কথা পার্ট টু’-এর প্রথম দৃশ্য হতে চলেছে। ’

গোটা ব্যাপারটি যদিও মজা করে বলেছেন টুইঙ্কেল। তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে বাস্তব পরিস্থিতির বদল এত সহজ নয়।