খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭: বাংলা চলচ্চিত্রের মহানায়ক রাজ রাজ্জাকের মেঝ ছেলে বাপ্পি বাবাকে শেষবারের মতো দেখতে কানাডা থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার অনিশ্চয়তা কেটে যাওয়ায় অবশেষে বিমানে চড়েছেন তিনি।
বুধবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বাপ্পি।
ফলে মঙ্গলবারের পরিবর্তে বুধবার দুপুরের আগে বনানী কবরস্থানে নায়করাজকে চিরসমাহিত করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।