Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

tt

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭: বহু নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর তারই জের ধরে সিরিজটি পরিচালনার জন্য আম্পায়ার প্যানেলের পরিচয় প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্ট সিরিজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে থাকা আম্পায়ারত্রয় হচ্ছেন- পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং।

আগামী ২৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আলিম দার এবং নাইজেল লং। এই টেস্টে ইয়ান গোল্ড থাকবেন টিভি আম্পায়ারের ভূমিকায়।

অন্যদিকে, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইয়ান গোল্ড ও নাইজেল লং। প্যানেলের আরেক সদস্য আলিম দার থাকবেন এই টেস্টের টিভি আম্পায়ারের ভূমিকায়।