খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন তার দেশ তাকে ক্ষমতা থেকে নামানোর পশ্চিমা ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়েছে তবে তার সেনাবাহিনী এখনও যুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন করতে পারেনি। তিনি বলেন, সিরিয়ায় সাড়ে ছয় বছরের গৃহযুদ্ধের পর বিজয়ের চিহ্ন দেখা যাচ্ছে।
রাশিয়া, ইরান ও লেবাননের হিযবুল্লাহ্ গেরিলাদের সহায়তায় যুদ্ধের ময়দানে সফলতা পাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সাহায্যের কারণে যুদ্ধক্ষেত্রে অনেক দূর অগ্রসর হতে পেরেছে সরকারি বাহিনী। সিরিয়ার বিস্তীর্ণ মরু অঞ্চলে ইরান ও রাশিয়ার সহায়তায় আইএস বিরোধী অভিযান শুরুর কথা বলেন আসাদ।
টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বাশার আল আসাদকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। সিরিয়ায় আইএসের শেষ শক্ত ঘাঁটি দেইর আল জরে অভিযান শুরুর আশা করছেন আসাদ। পশ্চিমারা এখনও আশা করেন আসাদ আলোচনার মাধ্যমে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী একের পর এক বিজয় অর্জন করেছে। সিরিয়ায় একজন সন্ত্রাসী থাকা পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না। তিনি বলেন, দেশের শান্তির স্বার্থে, রক্তপাত বন্ধে আমরা রাশিয়ার মধ্যস্থতায় স্থানীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম। যেসব বিদ্রোহী অস্ত্র ত্যাগ করতে রাজি তাদের ক্ষমা করতে সম্মত হয়েছিলাম। যুদ্ধমুক্ত অঞ্চল গঠন করার লক্ষ্য ছিল রক্তপাত বন্ধ করা এবং যারা সশস্ত্র বিদ্রোহ ত্যাগ করতে চায় তাদের সুযোগ দেওয়া।
সিরিয়ার বিদ্রোহীদের সাথে চুক্তি কার্যকর রাখার জন্য দক্ষিণ-পশ্চিম সিরিয়া এবং পূর্ব ঘাউটায় চেকপোস্ট বসায় রাশিয়া। উত্তর হমসে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে। সেখানকার বিদ্রোহীরা আটকে পড়া বেসামরিক নাগরিকদের মানবিক বিপর্যয় ঠেকাতে রাশিয়ার হস্তক্ষেপ চেয়েছে। হাজার হাজার বন্দি বিদ্রোহীর মুক্তি চেয়েছেন বিদ্রোহী নেতারা।