খােলা বাজার২৪।। বুধবার, ২৩ আগস্ট, ২০১৭: সাউথইস্ট ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় উত্তরখান থানার প্রয়াত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শেখ সিরাজুল হকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে এসেছে। তিনি গত ৫ জুলাই হৃদরোগে আক্রান্ত
হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
আর্থিক সংকটে থাকা সাহসী পুলিশ কর্মকর্তা শেখ সিরাজুল হকের সনÍানদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করা ও
পরিবারের সুন্দর জীবযাপনের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৬ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।
২৩ আগস্ট ২০১৭ (বুধবার), সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন প্রয়াত পুলিশ
কর্মকর্তার স্ত্রী মনজিলা-তুল-ফেরদৌসীর কাছে অনুদানকৃত অর্থের চেক হস্তানÍর করেন। এই সময় ঢাকা মেট্রোপলিটন
পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম উপস্থিত ছিলেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা
মেট্রোপলিটন পুলিশ ও সাউথইস্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।