Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
BAU_Photo-ADখােলা বাজার২৪।। বুধবার, ২৩ আগস্ট, ২০১৭:  বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতারা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, কোষাধ্যক্ষসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
অবশিষ্ট অর্থ বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণসামগ্রী হিসেবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাল, চিড়া , চিনি, আলু), গো-খাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট, ওষুধ ইত্যাদি সামগ্রী সরাসরি দেয়া হবে।