খােলা বাজার২৪।। বুধবার, ২৩ আগস্ট, ২০১৭: মঙ্গলবার এফডিসি প্রাঙ্গণে রাজ্জাকের মরদেহ নিয়ে আসা হলে তাকে দেখতে এসে সহশিল্পীরা কান্নায় ভেঙে পড়েন। কেন্দ্রীয় শহীদ মিনারেও রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়েছে। সর্বস্তরের মানুষ এলেন নয়নভরা জল নিয়ে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতে। হাজারও মানুষের ভালোবাসা আর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন নায়করাজ রাজ্জাক।
নায়করাজ রাজ্জাকের মৃত্যু শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী লক্ষ্মী। ৫৫ বছরের দাম্পত্য জীবন এখানেই থেমে গেল। তাকে সান্ত্বনা দিতে গেলে তিনি শুধুই মুখ বুঝে কাঁদছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে সোমবার কারও সঙ্গে কোনো কথা বলেননি। যে রুমে রাজ্জাকের মরদেহ রাখা ছিল তার বাইরেই বসে ছিলেন রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী।
এ সময় রাজ্জাকপত্নী লক্ষ্মীকে একে একে সান্ত্বনা দিচ্ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, সুচরিতা, ওমর সানি, মৌসুমী, শাকিব খান, ফেরদৌস, সাইমন ও জায়েদ খান।
সবাইকে জড়িয়ে ধরে শুধু গুমড়ে কেঁদেছেন লক্ষ্মী। তার পাশেই ছিলেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট।
দীর্ঘদিনের বন্ধুকে দেখতে এসে আবেগের বাঁধ ভাঙলেন ঢাকাই ছবির তিনকন্যা সুচন্দা, ববিতা ও চম্পা। ছিলেন কবরী, দিলারা, মিনু রহমান, সুজাতা, রোজিনা, অঞ্জনা, নূতন, সৈয়দ হাসান ইমাম, আলমগীর, গাজী মাজহারুল আনোয়ার, রুবেল, ওমর সানি, সাইমন, শাহনূর, জায়েদ খান, আলীরাজ, উজ্জ্বল, জাভেদ, আহমেদ শরীফ, শাকিব খান, অমৃতা, বুবলী, পপি, আমিন খান, ফেরদৌস, বদিউল আলম খোকন, আজাদ রহমান, ছটকু আহমেদ, মনতাজুর রহমান আকবর, শান আরাফ, কায়েস আরজু, ডিএ তায়েব, শিবা শানু, নাসরিন, তমা মির্জা, মাসুম বাবুল, দেবাশীষ বিশ্বাস, ড্যানিরাজ, হেলাল খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট পাঁচ শতাধিক মানুষ।
এফডিসিতে বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন রাজ্জাকের বড় ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি বলেন, ‘আমি জানি, আপনারা বাবাকে সম্মান করেন, ভালোবাসেন। তবুও আপনাদের কাছে বড় ছেলে হিসেবে পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দোয়া চাইলাম, বাবা যেন বেহেস্ত লাভ করেন। বাবার ওপর আপনারা কোনো কষ্ট, অভিমান রাখবেন না। তিনি জীবনের পুরোটা সময় আপনাদের সঙ্গে কাজ করেছেন। অনেক ভুলভ্রান্ত্রি হতে পারে। ক্ষমা করে দেবেন।’
তিনি আরও বলেন, ‘যদি কারও সঙ্গে কোনো লেনদেন থেকে থাকে, তাহলে আমার বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তা অবশ্যই পরিশোধ করে দেব।’ গতকাল এফডিসিতে নায়করাজের জানাজায় আসা শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে এসব কথা বলেন নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ।
নিকট অতীতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কারও জানাজা পড়তে দেখা যায়নি। অভিযোগ রয়েছে, এফডিসিতে থেকেও শেষ শ্রদ্ধা জানাননি এ নায়ক। এর জন্য তাকে বহু সমালোচনা শুনতে হয়েছে।
এবারই প্রথম তিনি জানাজায় অংশ নিলেন। নায়করাজ রাজ্জাকের জানাজায় একদম প্রথম সারিতে দেখা গেছে শাকিবকে।
শাকিব খানকে জানাজা নামাজ শেষে সাংবাদিকরা ঘিরে ধরলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, তিনি শহীদ মিনারেও শ্রদ্ধা জানাতে যাবেন।
সোমবার নায়করাজের মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে হাজির হন শাকিব খান।
এর আগে শিল্পী সমিতির দুই মেয়াদে সভাপতি থাকাকালে শাকিব কারও জানাজায় অংশ নেননি। তখন তার পক্ষ থেকে মিশা সওদাগর ও অমিত হাসান অংশ নিতেন।