Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

mom_bd_pratidin

খােলা বাজার২৪।। শনিবার, ২৬ আগস্ট, ২০১৭: ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী জাকিয়া বারী মম। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে। এখনও নাম চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ। আজ শনিবার সকালে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল সাইফ বলেন, নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো।

মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে আসছেন তিনি। নভেম্বরে কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।

প্রসঙ্গত, ফয়সাল সাইফের ছবিতে কাজ করতে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি মম। এর আগে, এই পরিচালকের একটি ছবিতে গত বছর কাজ করেছেন আরেক বাংলাদেশি নিবর। প্রথমে ‘বালা’ নামে সে ছবির কাজ শুরু হলেও মুক্তির সময় নাম পরিবর্তন করে রাখা হয় ‘শয়তান’।