Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

132405Rizvi_kalerkantho_pic

খােলা বাজার২৪।। শনিবার, ২৬ আগস্ট, ২০১৭: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

প্রধান বিচাপরতি সুরেন্দ্র কুমার সিনহা এখন আওয়ামী লীগের কাঠগড়ায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারবিরোধী পক্ষগুলোর বিরুদ্ধে দুদক ও এনবিআর-এর মতো প্রতিষ্ঠান ব্যবহার করে মামলা করে। প্রধান বিচারপতির বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসাব তদন্ত শুরু- এর স্পষ্ট প্রমাণ। সর্বোচ্চ আদালতকে নতজানু করে রাখতে পোড়ামাটির নীতি গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় মেনে নিয়ে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন। সর্বোচ্চ আদালতকে নতজানু করে রাখতে পোড়ামাটির নীতি সরকারগ্রহণ করেছে বলেও এ সময় মন্তব্য করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া বন্যাদুর্গত এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না অভিযোগ করে প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তা ভাগবাটোয়ারা করে বিক্রি করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে ত্রাণ সহায়তা পৌঁছে না।