Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

114918usa_harican_kalerkantho_pic

খােলা বাজার২৪।। শনিবার, ২৬ আগস্ট, ২০১৭: যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হার্ভে’ । এই হারিকেনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ মাইল পর্যন্ত। আজ শনিবার সকালে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি। ২০০৪ সালের পর ক্যাটাগরি-৪ পর্যায়ের এটিই ভয়াবহ হারিকেন।

এদিকে ‘হার্ভে’র উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর আঘাতে এরই মধ্যে বেশকিছু কিছু গাছপালা উপড়ে পড়েছে। বেশ কিছু বাড়ি-ঘরও ধসে পড়েছে।

জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাতে টেক্সাসের পোর্ট আরানাস এবং পোর্ট ও’ কননর এর মধ্যবর্তী স্থানে হারিকেন হার্ভে আঘাত হানে। তারা আরো জানায়, এই হারিকেনে হাউসটনের চারপাশ প্লাবিত হয়ে মানুষের প্রাণহানি হতে পারে।

এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন এলাকায় রেকর্ড মাত্রা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কায় সতকর্তা জারি করেছেন টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবোট।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেন, হারিকেন হার্ভের বিষয়ে আমি প্রত্যেককে স্থানীয় প্রশাসন ও অঙ্গরাজ্যের কর্মকর্তাদের উপদেশ এবং নির্দেশ শোনার জন্য উৎসাহিত করছি।

তিনি এও জানান, তার সরকার হারিকেন হার্ভে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।