খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: দূরদর্শিতায় সব সময় এক ধাপ এগিয়ে থাকা সাউথইস্ট ব্যাংক লিমিটেড অধিকতর আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ২৭ আগষ্ট, ২০১৭ (রবিবার) তারিখে সাউথইস্ট ব্যাংকের নিউ ইস্কাটন শাখা এখন নতুন ঠিকানা, ইস্কাটন ফ্যান্টাসিয়া ১২২, ১২৩, রাশেদ খান মেনন সড়ক (পুরাতন নিউ ইস্কাটন রোড), ঢাকা’তে স্থানান্তরিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাহক ছাড়াও সাউথইস্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকের রয়েছে বাহারি পণ্য ও আর্থিক সেবামূলক সমাধান। নতুন – নতুন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে বিভিন্ন শ্রেনীর গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সাউথইষ্ট ব্যাংক নিরলসভাবে কাজ করে আসছে। উক্ত শাখা হতে এখন থেকে সাউথইস্ট ব্যাংকের গ্রাহকগণ আধুনিক ব্যাংকিং সুবিধা, ঋণ সুবিধা সম্বলিত সর্বোত্তম সেবা গ্রহন করতে পারবেন এবং প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থ দ্রুততার সাথে প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।