Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

140519tamim44_kalerkantho_picখােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: হাফ সেঞ্চুরি করার পর কি একটু বেশি আক্রমণাত্বক হয়ে গিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল? হয়তো তাই। ১১৯ বলে ২ চার এবং ৩ ছক্কায় ৫০ পূরণ করার পর হাত খুলেছিলেন তামিম। ক্যারিয়ারের ৫০তম টেস্টে তিন অংকের দিকে এগিয়ে যেতে যেতে ৭১ রানেই থামতে হলো তাকে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দী হলেন তিনি।

তামিমের বিদায়ের সাথে শেষ হলো দলীয় ১০ রানে ৩ উইকেট হারানোর পর সাকিব আল হাসানের সঙ্গে ১৫৫ রানের অসাধারণ জুটি। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব ৭৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গী হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এই দুজনের কাছ থেকে আরও একটি অসাধারণ জুটি প্রত্যাশা করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং শুরুতেই দুমড়ে-মুচড়ে দেন অজি পেসার প্যাট কমিন্স।

দিনের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দুটি বাউন্ডারির সাহায্যে তিনি ৮ রান করেন। কমিন্সের প্রথম ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন এই তরুণ ওপেনার।

চতুর্থ ওভারে আবারো বল হাতে আসেন কমিন্স। যথারীতি তার করা পঞ্চম বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দেন ইমরুল কায়েস (০)। পরের বলেই সেই ওয়েডের গ্লাভসবন্দি হয়ে কমিন্সের তৃতীয় শিকার হন সাব্বির রহমান (০)।  ১০ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন দুই বন্ধু তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।

দুজনের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চ শেষে ৬৫ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি পূরণ করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। অন্যপ্রান্তে ধীরস্থিরভাবে অসাধারণ ব্যাটিং করছেন তামিম  ইকবাল। ৫০ রান করতে তিনি খেলেছেন ১১৯ বল। ২ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৩টি ছক্কা।

তামিম ওপেনিংয়ে নামলেও রান তোলার দিকে তাকে ছাড়িয়ে যান সাকিব। পাশাপাশি গড়ে ফেলেন একটি রেকর্ড। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্টে ফিফটি করলেন তিনি। এর আগে মোহাম্মদ আশরাফুল ১২ রান করেছিলেন। সেটাই এতদিন বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ছিল।