Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

230443Facebook_kalerkantho_pic

খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আজ শনিবার সন্ধ্যার পর থেকে এ সমস্যা দেখা দেয়।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মুখলেছুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে কারো পোস্টে লাইক, কমেন্ট করা যায়নি। সব সাদা গেছে। লাইক অপশনে ক্লিক করলেই লেখা আসতো প্লিজ ট্রাই এগেইন সুন।

তিনি জানান, ফেসবুকে ঢুকলে আর বের হওয়া যাচ্ছিলো না। কোনো পোস্টও শেয়ার দেয়া যায়নি।

অপর এক ব্যবহারকারী রবিউল ইসলাম বলেন, আমার অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না। নতুন পাসওয়ার্ডও নিচ্ছে না। মেসেঞ্জার, ইনস্টাগ্রামও কাজ করছে না।

এ বিষয়ে এরিনা ওয়েব সিকিউরিটির সিইও, সাইবার একাত্তরের অ্যাডমিন তানজিল আল তাহিম বলেন, ফেসবুকে সার্ভার ডাউন আছে।

ফেসবুক মাঝে মাঝে তাদের সার্ভার উন্নয়নে কাজ করে। এতে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এ সমস্যা দেখা দিয়েছে। তিনি আরো বলেন, গত পরশুও একই সমস্যা দেখা দিয়েছিল। মূলত যারা গুগল ক্রোম ব্যবহার করেন তাদের বেশির ভাগই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এর আগেও ফেসবুকে সাময়িক সমস্যা হয়েছিল। ওই সময় অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক আইডি নিয়ে নানা সমস্যায় পড়েন।