Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21175535_2003207369966269_2071346994_n

খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের উদ্যোগে দ্বিতীয় দফায় গত ২৬ আগস্ট জামালপুর, কুলকান্দি, পূর্বপাড়া, মুরাদাবাদ, চর কুলকান্দি, পাইলিং মাঠ, মধ্যপাড়া, চর ঝিগাতলা এলাকায় প্রায় ৩২০ পরিবারের মাঝে ত্রাণ প্রদান করা হয়। ৩২০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবণ ও স্যালাইন প্রদান করা হয়।
21175719_2003207409966265_128913607_nবাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জহর লাল রায়ের সমন্বয়ে ৫ সদস্যের একটি সদল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে কুড়িগ্রাম রওনা হন। ৫ সদস্যের দলে অন্যরা হলেন, ঢাকা মহানগর সংসদের সহ সভাপতি তাহসিন মল্লিক, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি, তেজগাঁও থানার দপ্তর সম্পাদক ইমা, রমনা থানার সাংগঠনিক সম্পাদক আমির। দলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের সহ সভাপতি অনিক রায়।
উল্লেখ্য এর পূর্বে ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বন্যার্তদের সহায়তায় বিভিন্ন এলাকা ও ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঔষধ, স্যালাইন, শুকনো খাবারসহ নগদ অর্থ উত্তোলন করা হয়।