Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৯  আগস্ট, ২০১৭: মিরপুর টেস্টে অজি স্পিনার লায়নের ৩য় বলটি চার মেরেছেন সাকিব। ৫ম বলে ফের চড়াও হতে গিয়ে লায়নের শিকারে পরিণত হলেন সাকিব আল হাসান।

মাত্র ৫ রানেই সাজ ঘরে ফিরেছেন তিনি। তামিমের আউটের ক্ষতি পুষিয়ে উঠার আগেই আকেটি ধাক্কা খেল বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লিড পেয়েছে ১৮৭ রানের।  ২৯ রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিচ্ছেন সাব্বির রহমান।

এর আগে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় দিনে বাংলাদেশের লিড ছিল ৮৮ রানের। এর আগে বাংলাদেশের ২৬০ রানের জবাবে অজিরা ২১৭ রানে অলআউট হলে ৪৩ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। মাত্র ১৫ রান করে সাজঘরে ফেরেন এ বামহাতি ওপেনার।

রোববার সফরকারীদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২৬০ রান করেছিল বাংলাদেশ। সাকিব ৮৪ এবং তামিম ৭১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে মাত্র ২১৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৪৫, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, পেট কামিন্স ২৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৩ এবং অ্যাস্টন আগার ৪১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন।