খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর থানার পর এবার বালিয়াডাঙ্গী থানার মাদক ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পরেছে পুলিশ বাহিনির সাড়াশি অভিযানে।একের পর এক ধরতে শুরু করেছে চিহ্নিত মাদক বিক্রেতাদের।
সাড়াশি অভিযানে রবিবার রাত সোয়া আটটার দিকে বালিয়াডাঙ্গীর পাড়িয়া ইউনিয়নের কূখ্যাত মাদক বিক্রেতা সাফি(৩৩) ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক হয়।মাদক বিক্রেতা সাফি উপজেলার জাউনিয়া কোনপাড়া এলাকার মৃত ঝড়ুয়া’র ছেলে।
এর আগে একই টিম বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) উপজেলার বাদামবাড়ী এলাকা থেকে আরেক কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল(৪২) কে ১২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
টিম প্রধান এএসআই সাজেদুল জানান,জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মহোদয় সদর থানার পর এবার বালিয়াডাঙ্গী থানায় দায়িত্ব দিয়েছেন। আমরা মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছি।মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও সহযোগিতার হাত বাড়াতে হবে।
আটক দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মো: মোস্তাফিজার রহমান।