Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16299131_824451387706684_50খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭: সাধারণত বৃষ্টির পানি হাতব্যাগের জন্য প্রধান সমস্যা। তার ওপর পানি ঠিকমতো শুকানো হয় না। এতে ব্যাগের বাইরের আবরণটি সহজেই নষ্ট হয়ে যায়। তাই এই মৌসুমে চামড়া কিংবা কাপড়ের তৈরি ব্যাগের পরিবর্তে নাইলনের তৈরি হাতব্যাগ ব্যবহার করতে পারেন। কথা হয় কে জেড ধানমন্ডি শাখার বিক্রেতা ফজলে রাব্বির সঙ্গে। তিনি বলেন, নাইলন ছাড়াও সিনথেটিক, পলিয়েস্টার, আনস্টিক লেদার, একটু মোটা কাপড় যেমন র‍্যাক্সিনের তৈরি ব্যাগও ব্যবহার করা যেতে পারে। কেননা এ ধরনের ব্যাগে পানি পড়লেও ওপরের আবরণে সহজে ক্ষতি হয় না। আর ভেতরের অংশও থাকে সুরক্ষিত।

 এগুলো ছাড়াও বাজারে প্লাস্টিকের তৈরি যেকোনো মাপের ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যাচ্ছে। একেবারেই স্বচ্ছ ব্যাগের পাশাপাশি বিভিন্ন ডিজাইন এবং লেখা থাকছে এই ব্যাগগুলোয়। ফজলে রাব্বি জানান, আজকাল শুধু এক রঙের নয়, বরং জ্যামিতিক বিভিন্ন নকশা এবং পাখি, প্যাঁচা, হাতি—এ ধরনের প্রিন্টযুক্ত ব্যাগ পাওয়া যাচ্ছে।

বেশ কিছু ব্র্যান্ড এ ধরনের হাতব্যাগ তৈরি করে থাকে। লা মোড, স্টাইলসেল, সেলেব্রেশনস, সেইলর, শ্যানেল, ক্যারেন মিলেন, অ্যাডিডাস, ফোর ডাইমেনশনস, ফরচুনা—এসব ব্র্যান্ডের শোরুম থেকেও একটু ভারী কাপড়ের ব্যাগ কিনতে পারেন। চাইলে ঘরে বসেই অনলাইন থেকে কিনতে পারেন।