
এগুলো ছাড়াও বাজারে প্লাস্টিকের তৈরি যেকোনো মাপের ওয়াটারপ্রুফ ব্যাগ পাওয়া যাচ্ছে। একেবারেই স্বচ্ছ ব্যাগের পাশাপাশি বিভিন্ন ডিজাইন এবং লেখা থাকছে এই ব্যাগগুলোয়। ফজলে রাব্বি জানান, আজকাল শুধু এক রঙের নয়, বরং জ্যামিতিক বিভিন্ন নকশা এবং পাখি, প্যাঁচা, হাতি—এ ধরনের প্রিন্টযুক্ত ব্যাগ পাওয়া যাচ্ছে।
বেশ কিছু ব্র্যান্ড এ ধরনের হাতব্যাগ তৈরি করে থাকে। লা মোড, স্টাইলসেল, সেলেব্রেশনস, সেইলর, শ্যানেল, ক্যারেন মিলেন, অ্যাডিডাস, ফোর ডাইমেনশনস, ফরচুনা—এসব ব্র্যান্ডের শোরুম থেকেও একটু ভারী কাপড়ের ব্যাগ কিনতে পারেন। চাইলে ঘরে বসেই অনলাইন থেকে কিনতে পারেন।