খােলা বাজার২৪।।বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া পেট্রোল পাম্পের সামনে থেকে মোটরসাইকেল চোরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।
মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার সময় ঠাকুরগাঁও সদর হাজীপাড়ার শিমুলতলা এলাকা থেকে (ডিসকভার ১০০ সিসি) মোটরসাইকেলটি চুরি হয়। পরে মোটরসাইকেল মালিক থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মোটরসাইকেল চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব গোয়ালপাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ শাহিনুল ইসলাম(৩০) এর ইতিপূর্বে মোটরসাইকেল চুরির বেশ কিছু মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন থেকে খুজছিল।
এসআই বিলাস জানান, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছিল।