Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

k10খােলা বাজার২৪।।বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭: জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার (জে অ্যান্ড জে) ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সারের কোষ বিস্তৃত হয়েছে- এক নারীর এমন অভিযোগের বিচারে বহুজাতিক কোম্পানিটিকে ৪১ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। লস এঞ্জেলেসের সর্বোচ্চ আদালতের জুরিরা সোমবার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইভা ইচেভেরিয়ার পক্ষে এ রায় দেন। খবর রয়টার্সের।

ট্যালকম পাউডার ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে গ্রাহকদের এ বিষয়ক সতর্কতা জানাতে ব্যর্থ হওয়ায় জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে সর্বোচ্চ এ ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হয়েছে। এক বিবৃতিতে ইভার আইনজীবী মার্ক রবিনসন বলেন, ‘এ বিষয়ে জুরিদের রায়ে আমরা কৃতজ্ঞ, এর মাধ্যমে আদালতে ইভা তার দাবি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন। রায়ে ইভাকে ক্ষতিপূরণ বাবদ ৭ কোটি ডলার এবং জনসনের কৃতকর্মের শাস্তি হিসেবে আরও ৩৪ কোটি ৭০ লাখ ডলার দিতে বলা হয়েছে।’ এ রায়কে জে অ্যান্ড জে’র জন্য বিপদসংকেত হিসেবে দেখা হচ্ছে।