Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

fakhrul12_dখােলা বাজার২৪।।বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে প্রথমে দেশের মধ্যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে।

আমাদের সরকার ঐক্যে কখনও বিশ্বাস করে না। এখন পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সরকার কোন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোহিঙ্গাদের জন্য আর্থিক  অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের বাঁচানোর জন্য সমগ্র বিশ্বের প্রতি আমরা আহবান জানাচ্ছি। সকলের এগিয়ে আসা উচিত, মিয়ানমারকে বাধ্য করা উচিত এই হত্যকাণ্ড বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে। আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে তাদের ফিরিয়ে দিতে পারবো। মিয়ানমারের এই নির্যাতন হচ্ছে মানুষের ওপর, মানবতার ওপর।