Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

83003_kp-2

খােলা বাজার২৪।।বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭: আশির দশকে চলচ্চিত্র পর্দা কাপানো অভিনেত্রী নরসিংদীর মেয়ে খালেদা আক্তার কল্পনা বর্তমানে চিকিৎসা সংকটে ভোগছেন। চলচ্চিত্রে নতুন মূখ হিসাবে খালেদা আক্তার কল্পনা, দিতি, মান্না, আমির সিরাজী, একসাথে প্রবেশ করেন ১৯৮৪ সালে। পরিচালক মতিন রহমানের রাধাকৃষ্ণ ছবিতে প্রথম অভিনয় করেন। প্রায় ৫ শত ছবিতে তিনি অভিনয় করেন। তাছারা ১৫০টি নাটকে অভিনয় করেন। ১৯৮৯ সালে নায়েক রাজ রাজ্জাক পরিচালিত জীনের বাদশা ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন। স্বামী নোয়াখালী লক্ষী পুরের হাসান ইমাম ১৯৯৮ সালে পরলোক গমন করেন। জন্মস্থান নরসিংদীর আমিরগঞ্জে। মাধ্যমিক পড়াশোনা শেষে পিটি আই ট্রেনিং করে চট্টগ্রামের ১ টি স্কুলে শিক্ষকতা করতেন। পরিবারের আর্থিক সংকট দুর করতে চলচ্চিত্রে পর্দাপন । মেয়ে স্বামীসহ বিদেশে থাকেন। একমাত্র ছেলের চাকুরীর উপর বর্তমান সংসার চলে। ২২ বছর যাবৎ তিনি ডায়বেটিক্স রোগে আক্তান্ত। তাছাড়া স্থিতিশক্তি হারানো মাকে ও দেখভাল করতে হয়। বর্তমানে ২ টি চোখের অস্ত্র পাচার হয়েছে। এর মধ্যে ডানচোখের জন্য ভারতের মাদ্রাজে শংকর নেত্রালয় চক্ষু হাসপাতালে অপারেশন করিয়েছেন। পূনরায় ঐ হাসপাতালের আরেকটি শাখা কলকাতায় ডাক্তার দেখাইতে হবে। আমাদের প্রতিনিধি খালেদ আক্তার কল্পনার সাথে মোবাইল ফোন যোগাযোগ করে আর্থিক সংকটের কারন জানতে চাইলে, তিনি বলেন, প্রেমিক ডাকাত নামে একটি ছবি নিম্র্ান করেন । পরে ছবিটি ফ্লপ হয় এতে মোটা অংকের টাকা খোয়া যায়, যার কারনে আর্থিক সংকটে পড়েছেন। লিটন দেওয়ানের পাথরের আংটির বিজ্ঞাপনের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি যখন আংটির বিজ্ঞাপনটি করি, তখন সঠিক জেনেই করেছি। এখন আমার সন্দেহ হয় কেন জানি আংটিটি সঠিক নয় । তিনি আর ও বলেন, আমার দেয়া বিজ্ঞাপটিকে বিশ্বাস করে আংটি কিনে কেউ যদি আর্থিক ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন সে জন্য আমি দেশ বাসীর কাছে হ্মমা প্রার্থী। খালেদা আক্তার কল্পনা কান্না জারিত কন্ঠে বলেন সাংবাদিকরা ছাড়া কেউ আমার সুখ দু:খের খবর নেয়নি।তিনি আরও বলেন,পরিচালক জিএম সৈকত ওনায়েক বিএ তায়েব এর অনুপ্রেরনায় আমি অনেকটা এগিয়েছি।আমি দেশবাসী দোয়া ও সহযোগিতা কমনা করি। নরসিংদীর মেয়ে খ্যাতিমান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার পাশে দাড়ানোর জন্য নরসিংদী শিল্পপতি, দানশীল ও বড় ব্যবসায়ীদের প্রতি উদ্ধাত্ব আহবান জানান জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতির সংগঠন।