Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

k28খােলা বাজার২৪।।বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭: নিজ নিজ দলের তো বটেই; বর্তমান বিশ্বেরই সেরা ব্যাটসম্যান দুজনে। নিজ নিজ দলের অধিনায়কত্বও দুজনের কাঁধে। দুজনের ব্যাটেই ছুটছে রানের ফোয়ারা। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের প্রতিদ্বন্দ্বিতাটা এখন প্রকাশ্য। তবে একটা দিক থেকে ভারত অধিনায়ক কোহলি অনেক অনেক এগিয়ে। ওয়োনডে ক্রিকেটে এরই মধ্যে ৩০টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। যা ওয়ানডে ইতিহাসেই যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৯টি সেঞ্চুরি নিয়ে তার উপরে কেবল শচীন টেন্ডুলকার। বিপরীতে স্মিথের ওয়ানডে সেঞ্চুরি মোটে ৮টি! রোববার দুই দলের প্রথম ওয়ানডে শেষে এ নিয়ে প্রশ্ন করতেই স্মিথ পাল্টা প্রশ্ন তুললেন কোহলির ৩০ সেঞ্চুরি নিয়ে!

অস্ট্রেলিয়ান অধিনায়ক অবশ্য প্রশ্নটা তুলেছেন প্রশংসার সুরে! কোহলিকে ভালো ব্যাটসম্যানের সার্টিফিকেট দিলেও স্মিথ কূটনৈতিক সুরে খোঁচাটা মেরেছেন। বোঝাতে চেয়েছেন, ভারত বেশী বেশী ওয়ানডে খেলে বলেই কোহলি এতো এতো সেঞ্চুরি করার সুযোগটা পেয়েছেন! ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারত অনেক বেশী ওয়ানডে খেলে। আমি ঠিক বলতে পারব না, কোহলি কতগুলো ওয়ানডে খেলেছে। তবে এটা ঠিক যে, সে খুবই ভালো একজন ব্যাটসম্যান।’

ভারত তুলনামূলকভাবে বছরে অন্য দলগুলোর চেয়ে বেশী ওয়ানডে খেলে, স্মিথের এই তথ্য ঠিকই আছে। তবে ভারত বেশী বেশী ওয়ানডে খেলে বলেই কোহলি বেশী বেশী সেঞ্চুরি করতে পারছেন, পরিসংখ্যান স্মিথের এই দাবিকে হাস্যকরই বানাচ্ছে! কোহলি আর স্মিথের ওয়ানডে খেলার সংখ্যা তুলনা করলেই ব্যাপারটা পরিস্কার হবে। কোহলি ৩০টি সেঞ্চুরি করেছেন মোট ১৯৫টি ওয়ানডে খেলে। সেখানে স্মিথে ৯৯টি ওয়ানডে খেলে সেঞ্চুরি করেছেন ৮টি। এই হারে স্মিথ যদি কোহলির সমান ম্যাচও খেলতেন, তাহলে তার সেঞ্চুরি হতো ১৫টি! সেখানে কোহলি করে ফেলেছেন ৩০টি।

টেস্টে অবশ্য স্মিথই এগিয়ে। তিনি ৫৬ টেস্টেই করেছেন ২০টি সেঞ্চুরি। সেখানে ৬০ টেস্টে কোহলির সেঞ্চুরি ১৭টি। তবে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি সংখ্যা নিয়ে স্মিথের প্রশ্ন তোলাটা তার দিকেই বিদ্রুপের হাসি হাসছে! যদিও পরক্ষণেই অস্ট্রেলিয়ান বলেছেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে কখনোই ভাবেন না তিনি। তার কাছে দলের জয়টাই সবচেয়ে বড়, ‘আমি অবশ্য ওসব ব্যক্তিগত বিষয় নিয়ে উদ্বিগ্ন নই। আমরা এখানে এসেছি সিরিজ জিততে।’

এই জায়গায় স্মিথের ভাবনাটা কোহলির ভাবনার সঙ্গে একদম মিলে যাচ্ছে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সেঞ্চুরি প্রশ্নে কোহলি স্পষ্টই বলেন, ‘আমি কখনোই তিন অঙ্কের ওই ম্যাজিক ফিগারের কথা ভেবে খেলি না। আমার কাছে দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ৯৮ কিংবা ৯৯ রানে অপরাজিত থাকলেও যদি দল জিতে যায়, তাহলেও আমি খুশি।’