Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

mash_7

খােলা বাজার২৪।। শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল শুক্রবার। পরীক্ষার হলে বসতেই পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে পেয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা নাম।

একটি বা দুটি নয়, মাশরাফিকে নিয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসেছে মোট পাঁচটি প্রশ্ন।

প্যাসেজ আকারে প্রশ্নের শুরুতে মাশরাফির লড়াকু ক্যারিয়ার নিয়ে উল্লেখ করা হয় এবং বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের প্রশংসা করা হয়। এরপর সেই প্যাসেজ অনুসারে দেওয়া হয় পাঁচটি প্রশ্ন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের আরও ৭০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ‘খ’ ইউনিটের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা। ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ৩২ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ১৪ জন পরীক্ষার্থী লড়েছেন এবারের পরীক্ষায়।