খােলা বাজার২৪।। শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭: বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন পশারী হিরুও রয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মো. মেহেদী হাসান হিমুর বাড়িতে গোপন বৈঠক চলছিলো। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হিমুসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরসহ বিস্ফোরক মামলা রয়েছে।