Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5252cf162990a-2

খােলা বাজার২৪।। শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আসমা বেগম (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পথচারী আমির হোসেন জহির জানান, আজ সকাল ১১টার দিকে যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে সড়ক দুর্ঘটনায় আহত হন ওই নারী। এ সময় তার চার বছরের মেয়ে শিশুটি দাঁড়িয়ে কান্না করছিল। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাবুল মিয়া জানান, শিশুটি সুস্থ আছে। তাকে জিজ্ঞাসা করে জানা যায় যে তার মায়ের নাম আসমা ও তার নাম নূর নাহার। তারা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢাল এলাকায় থাকেন।