খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা গণ অংশগ্রহন করেন। অধিবেশনে বাংলাদেশ থেকে আগত টিভি রিপোটারস্,সাংবাদিক, যুক্তরাষ্ট্রের টিভি রিপোর্টার্স এবং সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন।
প্রথমে প্রধানমন্ত্রী অধিবেশনের বিষয় বস্তুর উপর বক্তব্য রাখেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশে নারীদের আর্থ সামাজিক উন্নয়নে যে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তার জন্য প্রথমেই প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানােনা হয়।
প্রধানমন্ত্রী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রামকে বাংলাদেশের চলমান সমস্যা মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বিষয়টি জানান কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার উত্তর দেননি। প্রেসিডেন্ট ট্রাম্প কেন বাংলাদেশকে এই বিষয়ে সহযোগিতা করতে চাইছেন না?
এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই প্রশ্নের জবাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিঞ্জাসা করুন।
বাংলাদেশী আমেরিকানরা যারা প্রবাসী নাগরিক তারা কি ডিজিটাল পদ্ধতিতে অথবা মেইলের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে ভোট প্রদান করতে পারবে কি না?
এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আরেকটি দেশের নাগরিকত্ব নেয়ার পর আপনারা ভোট দিতে পারবেন কি?
অনুষ্ঠান শেষে সাংবাদিকবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।