Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

৩-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে কাতালানরাখােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: লা লিগায় নবাগত দল জিরোনাকে হারিয়ে জয়রথ ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার রাতে ৩-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। দুটি গোল এসেছে আত্মঘাতী থেকে, অন্যটি লুইস সুয়ারেজের।

কাতালুনিয়া দল জিরোনা নিজ মাঠে ম্যাচের ১১ মিনিটেই বার্সার রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিল। সেসময় ডগলাস লুইসের দূরপাল্লার শটে অবশ্য দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

পরে ১৭ মিনিটে মেসির ফ্রি-কিকে দেয়াল হন স্বাগতিকদের গোলরক্ষক গোরকা ইরাইজজ। কর্নারের বিনিময়ে বাঁকানো শটটি ঠেকান। যদিও শেষরক্ষা হয়নি। সেই কর্নার থেকে আসা বলেই জর্ডি আলবার শট জিরোনার এদেয় বেনিতেজের গায়ে লেগে বাঁক বদলে স্বাগতিকদের জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের ৩৬ মিনিটে ইভান রাকিটিচের শট আটকে দেন স্বাগতিক গোলরক্ষক। মধ্যবিরতির পর তার গায়ে লেগেই আবার দ্বিতীয় আত্মঘাতী গোলটি পায় বার্সা। ৪৮ মিনিটে অ্যালেক্স ভিদালের ব্যাকহিল গোলরক্ষক ইরাইজজের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয় অতিথিদের।

আর ৬৯ মিনিটে তৃতীয় গোলটি আসে সুয়ারেজের থেকে। পরে মেসির কয়েকটি প্রচেষ্টা আলোর মুখ না দেখলেও জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি বার্সার।

এই জয়ে ৬ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হল ১৮। রাতের অন্য ম্যাচে দানি সেবায়োসের জোড়া গোলে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আর সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছ অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া।