Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

k31খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: নাভির মাধ্যমেই মায়ের সঙ্গে মানুষের সম্পর্ক। ভ্রূণের জন্ম মুহূর্তে মায়ের সঙ্গে সন্তানের সংযোগ তৈরি হয়। কিন্তু সেই নাভির সম্পর্কে কতটুকু জানি আমরা? জানেন, শরীরের সবথেকে নোংরা জায়গা কোনটি? না জানলে জেনে নিন বিস্তারিত:-

১। নাভি আসলে শরীরের একটি ক্ষত। চিকিৎসকরা শিশুর জন্মের সময় মায়ের শরীরের থেকে সন্তানকে আলাদা করেন। তাতেই তৈরি হয় এই ক্ষত।

২। নাভি কুণ্ডলী সাধারণত ভিতরের দিকেই থাকে। মাত্র ৪ শতাংশ মানুষের নাভি কুণ্ডলী বাইরের দিকে।

৩। বিশেষত মেয়েদের নাভি সুন্দর । বছরে বিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ নাভি কুণ্ডলীকে প্লাস্টিক সার্জারি করে বাইরে থেকে ভিতর দিকে ঢোকান।

৪। নাভি শরীরে সবথেকে নোংরা এলাকা। একটি গবেষণায় দেখা গেছে, ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে নাভিতে।

৫। পোশাকের কারণ নাভি নোংরা হয়। কারণ, সেখানে জামা কাপড়ের রোঁয়া লেগে যায়।

৫। ভারতীয় সনাতন যোগশাস্ত্রে শরীরে ৭টি চক্রের কথা বলা হয়। তার মধ্যে অন্যতম নাভি চক্র।

৬। হিন্দু পুরাণ বলে বিষ্ণুর নাভিপদ্ম থেকেই মানবের সৃষ্টি।

৭। গবেষকরা মনে করেন নাভি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়নো নির্ভর করে।

৮। বলা হয়, আদম ও ইভের নাভি ছিল না। কারণ তাঁরা তো মাতৃজঠরে জন্মাননি।