Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

DSC_6176খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭,নরসিংদী প্রতিনিধি,মোঃ রাসেল মিয়া: দখল দূষণমুক্ত প্রবাহমান নদী বাচবে প্রাণ ও প্রকৃতি এই শ্লোগান কে সাড়াদেশের ন্যায় নরসিংদী পলাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। রবিবার সকাল ১০.০০ টায় ঘোড়ারশাল পো: অফিস রোডে বাঁচাও শীতলক্ষা নদী আন্দোলনে আয়োজনে মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়ারশাল পৌরসভার মেয়র, শরিফুল হক শরিফ, এছাড়া মানব বন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যোগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু ছাইদ স্বপন, পলাশ প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক, আসাদুল্লাহ মনা, ঘোড়ারশাল পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, বাঁচাও শীতলক্ষা নদী আন্দোলনের আহবায়ক শাহ বুরহান মেহেদী প্রদান, সম্বন্নয়ক মাহবুব সৈয়দ প্রমুখ। সাংবাদিক, শিক্ষক, ছাত্র,নেতাসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট শীতলক্ষা সহ নরসিংদী সকল নদী দখল ও দূষনের হাত থেকে রক্ষা করতে সম্মলিত উদ্যোগ গ্রহন করার জন্য স্মারক লিপি প্রদান করা হয়।