খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: সেপ্টেম্বর ২৪, ২০১৭ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে ০২ দিনব্যাপী ‘ক্লাসিফিকেশন এন্ড প্রভিশন অব ইনভেস্টমেন্ট’ এবং ‘নন পারফরমিং ইনভেস্টমেন্ট এন্ড রিকভারি স্ট্রাটেজিস’ বিষয়ক প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ ওয়াহিদুর রহমান ও চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য জনাব মোঃ রেদওয়ান উল্লাহ ।