খােলা বাজার২৪।। রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭: আগামীকাল ২৫ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার সকাল ১০.৩০ মিনিটে ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমানের সন্ধানের দাবীতে জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক।