Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

162302spo-inner20170925153657খােলা বাজার২৪।।সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭: ২০১৫ সালের ১ অক্টোবর মডেল ও অভিনেত্রী স্পর্শীয়া ও রাফসান আহসান বিয়ে করেন। পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়।

সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে। তবে বিবাহ বিচ্ছেদের যে কারণ তাঁরা দেখিয়েছেন তা ভক্তদের নিকট অবিশ্বাস্য মনে হচ্ছে।

রাফসান বলছেন ‘আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, এজন্যই ডিভোর্স’ আবার স্পর্শীয়া বলছেন ‘ডিভোর্সের কারণ তো রয়েছেই। ‘ গত ২১ আগস্ট তারা বিবাহ বিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে আবেদন করেছিলেন।

রাফসানের প্রতি স্পর্শীয়ার অভিযোগ তাকে কাজে মনোযোগী করাতে ব্যর্থ হয়েছেন, একই সাথে তাঁর (স্পর্শীয়ার) মাকে অসম্মান করতো রাফসান। কিন্তু রাফসানের বক্তব্য, আমার কারো বিরুদ্ধে এই মুহূর্তে কোনো অভিযোগ নেই। আসলে আমাদের দুজনের মধ্যে সমস্যা হচ্ছিল, বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। সমস্যাটা আজকের না দীর্ঘ সময় ধরে। আর যদি স্পর্শীয়ার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকেই থাকে তা বা গণমাধ্যমে বলে তাহলে সে বিষয়ে আমি পরে কথা বলবো।

আপনারা চাইলে সম্পর্ক টিকিয়ে রাখতে পারতেন না? রাফসান বলেন, হয়তো চাইলে পারতাম। কিন্তু যেখানে ফাটল ধরে গেছে। সেটা ঠিকঠাক করে কতদিন চলবে? কতদূর আমরা এগিয়ে যাবো? হয়তো আমরা ঠিকঠাক করে নিতে পারতাম। কিন্তু এটার জন্যও তো সময় দরকার। আমাদের সে সময়ও হচ্ছিল। আসলে আমরা তো বসে খাইনা, আমার বাবার জমিদারিও ছিল না। সারাদিন কাজের পেছনে ছুটতাম। তারপরেও কেউ যদি বলে আমাকে কাজে মনোযোগী করার চেষ্টা করছিল, তাহলে নিশ্চই আমার বাপ-দাদার জমিদারি ছিল। যার কারণে আমি বসে খেতে চাইতাম।

রাফসান বলেন, সম্পর্ক যে টিকিয়ে রাখতে চেষ্টা করিনি তা কিন্তু নয়। চেষ্টা করেছি। পূর্বেই বলেছি ফাটল তৈরি হবার আগেই ফাটল বন্ধ করার চেষ্টা করেছি সেটা বড় হয়ে গেছে।