খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭: সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে ৫০ লক্ষ টাকা মূল্যের ২৫০০ বস্তা ত্রাণ (চাল, ডাল, লবণ, তৈল, মুড়ী, পেয়াজ, আলু ও পানি)ও নগদ টাকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি ও পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড, মোঃ তাজুল ইসলাম এমপি ,মাননীয় সভাপতি ,বিদ্যুৎ ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,বাংলাদেশ জাতীয় সংসদ ও পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড, মোঃ ইসমাইল হোসেন সিরাজী,চেয়ারম্যান,যমুনা ব্যাংক লিমিটেড,যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন। উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ এবং স্থানীয় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।