খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন এরশাদ। গ্যাস্ট্রিকসহ নানা সমস্যা দেখা দিলে তাকে রংপুর সিএমএইচে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত ২৪শে সেপ্টেম্বর চার দিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং সিটি করপোরেশনের নির্বাচনে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার কথা রয়েছে তার। তবে এখন পর্যন্ত যে দুটি সভা বাকি আছে সেগুলো আপাতত হচ্ছে না বলেই জানিয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফা। তিনি বলেন, চিকিৎসকের নিষেধাজ্ঞা থাকায় এ মুহূর্তে আর কোনো সভা সমাবেশ করা যাবে না।