খােলা বাজার২৪।। বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭: নারী হবার কারণে প্রত্যহ নানাবিধ নিগ্রহ এমনিতেই সহ্য করতে হয়। সকল নারীকেই করতে হয়।
কিন্তু প্রতিদিন আমি অসংখ্য গালি দেই। তাতেও কেবল নিজের আত্মারই ক্ষতি হয়। এমন করে সব শেষ হয়। সব খেলা ভাঙে।
তবু পুরুষ কেবল পুরুষ-ই থাকে। মানুষ হয় না আর কোনদিন। কি আজব!